Friday, April 19, 2024

ভৈরব নদের পাড়ে বিশাল আকৃতির কুমিরের রোদ পোহানোর চিত্র ভাইরাল

বিশেষ প্রতিনিধিঃ নওয়াপাড়া ভৈরব নদের পাড়ে বুধবার বিকেল সাতে তিনটায় বিশাল আকৃতির এক কুমিরকে রোদ পোহাতে দেখতে পায় স্থানীয়রা। কুদ্দুস নামের এক শ্রমিক প্রথম দেখতে পান। পরে অন্যরা সেখানে আসে। তাদের একজন মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবন্য সাহা ঘটনাস্থলে এসে কুমিরের রোদ পোহানোর ভিডিও ও ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলে হাজার হাজার মানুষ কুমিরটি দেখতে নদের পাড়ে ভীড় করে।

মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাবন্য সাহা বলেন, বিকাল সাড়ে ৪টার পর কুমিরটি আবার নদে চলে যায়।

অভয়নগর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড: মো: আবুজার সিদ্দিকী বলেন, গত মঙ্গলবারও তিনটি কুমির দেখা গিয়েছিল। আজও বিকালে একটা কুমির একই স্থানে ডাঙ্গায় উঠে রোদ পোহাচ্ছিল। এটা ৪/৫ ফিট হতে পারে। ধারনা করা হচ্ছে এটা সুন্দরবন এলাকার মিঠাপানির কুমির। খাদ্য সংকটের কারণে এ এলাকায় চলে আসতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত