Wednesday, April 24, 2024

কেশবপুরে শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে বুধবার সকালে শিক্ষকদের সঙ্গে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দিশা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দিশা সমাজ কল্যাণ সংস্থার উপজেলা প্রোগ্রাম ম্যানেজার এহসানুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সরোজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, দিশা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা ও মনিটরিং ম্যানেজার আমিনুর রহমান।
সভায় শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি, পাঠটিকা অনুসরণ করে পাঠদান করানো, অভিভাবক ও সিএমসি সভা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংস্থার সুপারভাইজার এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হয়। আউট-অফ-স্কুল চিলড্রেন অ্যাডুকেশন প্রোগ্রামের আওতায় ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে এ উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে ৭০টি স্কুল তৈরি করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত