Tuesday, April 16, 2024

দেশে ফিরল ভারতে পাচারের শিকার ২৪ কিশোর কিশোরী

- Advertisement -

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর কিশোরীকে ৫ বছর পর স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন।

- Advertisement -

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে এসব বাংলাদেশিদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা কিশোর,কিশোরীদের বাড়ি যশোর,সাতক্ষীরা, কক্সবাজার,নওগা,চট্রগ্রাম,যশোর, ঢাকা,বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলে।

ফেরত আসা বাংলাদেশিদের আইনী সহয়তা দিতে ১৩ জনকে জাস্টিস এন্ড কেয়ার, ৬ জনকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ও ৫ জনকে রাইটস যশোর নামে ৩টি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের কারনে ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে এরা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে দুই দেশের সরকারের সহযোগীতায় স্বদেশ প্রত্যাবাসন আইনে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে বলে জানান এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর(কনস্যুলার) এএসএম আলমাস হোসেন জানান, অভিভাবকদের আরো সচেতন হতে হবে। যাতে এসব অপ্রাপ্ত বয়স্ক ছেলে, মেয়েরা ঘর থেকে বিপথগামী না হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত