Friday, April 26, 2024

শ্রীপুরে ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ জন আটক

মাগুরার শ্রীপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৬৯ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুর ১২ টা ৫৫ মিনিটে প্রথম অভিযানে ৫১ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করা হয়। পরে ওই দিন রাত ৮ টার দিকে দ্বিতীয় অভিযানে ১৮ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী আশিকুল ইসলাম আরিফ (২৪) ঢাকা জেলার ধামরাই উপজেলা সদরের দক্ষিণপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। আসামী আমির হোসেন (২৬) কুমিল্লা জেলার দেবিনগর উপজেলার হোসেনপুর গ্রামের আনু মিয়ার ছেলে এবং অপর আসামী নাজিমুদ্দিন (২৬) একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ অভিযানকালে শ্রীপুর থানার এসআই মিশুক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে জানতে পারেন যে, যশোর থেকে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ঢাকাগামী হানিফ পরিবহনে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে উক্ত পরিবহনটি গতিরোধ করে আশিকুল ইসলাম আরিফকে আটক পূর্বক ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর অভিযানে একই স্থান থেকে খান পরিবহনের যাত্রী আমির হোসেন ও নাজিমুদ্দিনকে আটক পূর্বক ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাব্বারুল ইসলাম বলেন, মাগুরার সুযোগ্য পুলিশ সুপার মশিউদ্দ্যেলা পিপিএম এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।শ্রীপুর থানা থেকে এ পর্যন্ত ১১ টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা, মাদকদ্রব্য   উদ্ধারসহ আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। গতকাল  পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের  বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত