Thursday, April 25, 2024

শার্শা সিমান্ত থেকে এবার ২০ পিছ সোনার বার উদ্ধার

- Advertisement -

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম নারিকেল বাড়িয়া হতে ২কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। সোমবার বিকাল ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ স্বর্নের চালান আটক করে। স্বর্ণ পাচার মামলার পলাতক আসামী হলেন, শার্শার লক্ষণপুর ইউনিয়নের শালকোনা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণচালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ধাওয়া করা হয়। এসময় বিজিবির উপস্তিতি টের পেয়ে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে বিজিবি সদস্যরা ২০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বর্তমান মূল্য ২কোটি ১৭ লাখ টাকা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত