Friday, March 29, 2024

শার্শা সীমান্ত থেকে ৮২ টি সোনার বার উদ্ধার

- Advertisement -

মোঃ মাসুদুর রহমান শেখ: ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলোট থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণবার আটক করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ স্বর্ণের চালান আটক করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর শার্শা সীমান্ত হয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে সন্দেহ ভাজন চোরাচারানীকে ধাওয়া করলে সে একটি মটরসাইকেলসহ ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগের মধ্য থেকে ৮২টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। এ বিষয়ে স্বর্ণপাচার আইনে মামলা হয়েছে শার্শা থানায়।

উল্লেখ্য গত বুধবার রাতেও বেনাপোল সীমান্ত থেকে ১১২ টি স্বর্ণবারসহ দুই জনকে আটক করেছিল ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। এছাড়া ১৭ নভেম্বর দুপুরে বেনাপোল চেকপোস্ট থেকে ২টি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত