Friday, April 19, 2024

নড়াইলে দুঃস্থ্য বিধবা ও স্বামী পরিত্যাক্তা ২০ মহিলাকে ছাগল প্রদান

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে দুঃস্থ্য বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২০জন মহিলার মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

- Advertisement -

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নেবারলী অর্গানাইজেশন ফর ভলান্টারী এ্যাক্টিভিটিস(নোভা) এর আয়োজনে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ জিল্লুর রহমান, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরোল আমিন প্রমুখ।

দুটি করে ছাগল পেয়ে ভীষণ খুশি আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের বিধবা হাসিনা বেগম, রামচন্দ্রপুর গ্রামের বিধবা জাহি খাতুন, কমলাপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ছবেদা বেগম, সীমাখালী গ্রামের দুঃস্থ্য সুরজাহান বেগমসহ ২০জন মহিলা। ছাগল পালনের মাধ্যমে ক্ষুদ্র থেকে বড় ধরনের খামার গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছেন এসব মহিলারা। ।

এর আগে উপকারভোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে ছাগল পালন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হোসেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত