Friday, March 29, 2024

যশোরে বেইলি ব্রীজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

- Advertisement -

যশোরে বুড়ি ভৈরব নদীর উপর বেইল ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল রোববার দুপুরে যশোর সদরের নরসিংহ কাঠি (ঘোপ) ও বাঘারপাড়ার দরাজহাট গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

- Advertisement -

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষক ইমাম আনোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম সোহেল হোসেন, কামাল হোসেন,আমির হোসেন শামসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ছাতিয়ানতলা  ব্রীজটি পূর্ণ নির্মাণের কাজ চলমান।পুরাতন ব্রীজটি ভেঙে ফেলার কারণে সাধারণ মানুষের পারাপারের জন্য বাইপাসে একটি নড়বড়ে কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। নড়বড়ে বাশ কাঠের তৈরি ব্রীজটি মানুষের পারাপারের জন্য ঝুকিপূর্ণ ।

ভৈরব নদের উপরে অবস্থিত ছাতিয়ানতলা হাট, একটি প্রাচীনতমহাট। যশোর সদর ও বাঘারপাড়ার সংলগ্ন এই এলাকার কয়েক গ্রামের মানুষের রুটি রুজি ব্যবস্থা হয় ছাতিয়ানতলা হাট থেকে।পার্শ্ববর্তী কয়েক গ্রামের সাধারণ ছাত্র ছাত্রীদের স্কুল কলেজ, মাদ্রাসায় আসা যাওয়া করতে হয় ঐ বাশকাঠের ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে।

রুপদিয়া – ছাতিয়ানতলা সড়কের এই ব্রীজটি কাঠ বাশের পরিবর্তে একটি বেইলি ব্রীজের দাবী করেন এলাকা বাসী। উক্ত মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

রাতদিন সংবাদ/আর কে-১৯

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত