Friday, March 29, 2024

চাঁচড়া রায়পাড়ার রাজমিস্ত্রী হেলাল হত্যাচেষ্টার ঘটনায় চাকুসহ পাখি আটক

যশোর চাঁচড়া রায়পাড়ায় রাজমিস্ত্রী হেলাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় আব্দুল্লাহ পাখিকে  আটক ও বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ। শনিবার আটক পাখিকে আদালতে সোপর্দ করা হলে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ আসামির জবানবন্দি গ্রহণ করে
কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পাখি চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির মৃত লিয়াকত হোসেনের ছেলে। আব্দুল্লাহ পাখি জানিয়েছে, তারা শুক্রবার রাতে রায়পাড়া কয়লাপট্টির হুজুরের বাড়ির সামনে তিনরাস্তার মোড়ে লুডু খেলছিল। এ সময় হেলালকে গুল হেলাল নামে গালি দেয়ায় সে চমর ভাবে ক্ষিপ্ত হয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হেলাল মা-বোন তুলে গালিদেয় পাখিকে।
গালি শুনে পাখির মাথা গরম হয়ে যাওয়ায় হেলালকে ছুরিকাঘাত করেছিল। এ ঘটনার সাথে আর কেউ জড়িত ছিলনা বলেও জানিয়েছে পাখি।
মামলার অভিযোগে জানা গেছে, রায়পাড়ার শান্তি কমিটির অফিসের পাশে কয়েকজন মিলে লুডু খেলছিল। লুডু খেলা নিয়ে গোলযোগের সময় পাখি নামে একজন হেলালকে গুল হেলাল বলে গালমন্দ করে। এ সময় প্রতিবাদ করলে পাখি ক্ষুব্ধ হয়ে হেলালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত হেলালের ভাই রবিউল আলম বাদী হয়ে পাখিকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগের
ভিত্তিতে পাখিকে আটক করে শনিবার আদালতে সোর্প করে। আটক পাখি ঘটনার সাথে জড়িত থাকায় আদালতে ওই জবানবন্দি দিয়েছে।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত