Thursday, April 25, 2024

আড়াই মাস পর ফেরত এলো ঝড়ের কবলে পড়া  আরও ২৬ জেলে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া ৯০ জন বাংলাদেশি জেলেদের মধ্যে আরো ২৬ জন  জেলেকে  আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন করা হয়েছে। এর আগে গত ০১ নভেম্বর  ৪০ জন জেলেকে ফেরত দেওয়া হয়েছিল। আরো ২৩ জেলে ফেরতের অপেক্ষায় রয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৫  টায় ভারতীয়  ইমিগ্রেশন কার্যক্রম শেষে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস প্রতিনিধিরা তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। এসময় সীমান্তে দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা জেলেদের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। গত ১৮  আগস্ট বঙ্গোপসগারে ইলিশ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এরা ভারত সীমান্তে ঢুকে পড়লে কোস্ট গার্ড পুলিশের হাতে আটক হয়েছিল।
ফেরত আসা জেলেরা জানান,জিবীকার দায়ে বঙ্গোপসাগারে ইলিশ ধরতে যায় বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে। হঠাৎ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে  ৯০ জন মৎস্যজীবী।

২০ ঘন্টা সাগরে ভেসে থাকার পর জেলেরা তাদের উদ্ধার করে কোস্টরগার্ড পুলিশের হাতে তুলে দেয়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সমুদ্রে ভেসে যাওয়া মৎস্যজীবীদের আটক করে  ভারতীয় কোস্ট গার্ড পুলিশ। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক জেলের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার হাসপাতালে।আটকদের মধ্যে দ্বীতীয় ধাপে ২৬ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বাকিদের খুব দ্রুত ফেরত আনা হবে বলে জানা গেছে।
এদিকে জীবন বাচিয়ে ঘরে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ  করেন জেলেরা।
আর কে-১৪
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত