Saturday, April 20, 2024

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র

যশোরে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বর্ধিতসভা করেছে বৃহত্তর যশোর জেলা আওয়ামী লীগ। সোমবার বিকালে জেলা পরিষদ যশোরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন, ‘যারা অবৈধভাবে রাষ্ঠ্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, বৈধ সরকারের বিরুদ্ধে সংবিধানকে লঙ্ঘন করে হুমকি দেয়, তাদের ডিসেম্বর থেকে আর সুযোগ দেয়া হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করেন, আপনাদের কেউ বাধা দেবে না। কিন্তু আইন হাতে তুলে নিলে পরিণতি ভালো হবে না। তৃর্ণমূল আওয়ামী লীগের কর্মীদের সাথে নিয়ে আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কার্যক্রম রুখে দিবে। তিনি আরো বলেন, ‘আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভা করবেন। প্রাথমিকভাবে যশোর স্টেডিয়ামকে আমরা চুড়ান্ত করেছি।  এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দেন তিনি।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির পরিচালনায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বিরেন সিকদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ রজজিৎ রায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ।
এদিকে, বিকাল তিনটা থেকে শুরু হয়ে এই বর্ধিত সভা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পাঁচ বছর পর যশোরে জনসভায় আসছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভার খবরে যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফলে শেখ হাসিনার জনসভা সফল করতে বর্ধিত সভায় যশোরের আট উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মুখরিত হয়ে উঠে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গন। বর্ধিত সভায় যশোর জেলা ছাড়াও বৃহত্তর যশোর জেলার ঝিনইদহ, মাগুরা ও নড়াইল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও অংশ নেয়। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর জনসভাকে মহাসমাবেশে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যশোর আওয়ামী লীগ।

রাতদিন সংবাদ

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত