Thursday, March 28, 2024

নড়াইলে গ্রামপুলিশের স্মারকলিপি পেশ: দাবি চাকুরি জাতীয়করণের

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: চাকুরি জাতীয়করণের দাবিতে নড়াইলে গ্রাম পুলিশবাহিনী মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন-বাংলাদেশ গ্রাম পুলিশবাহিনী কর্মচারী ইউনিয়ন নড়াইল জেলা সভাপতি হানিফ মোল্যা, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ মোল্যা, সদর থানা সভাপতি আলাউদ্দিন মোল্যা, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, লোহাগড়া থানা সাধারণ সম্পাদক ওসমান গণি, কালিয়া থানা সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক কুবাদ আলী, নড়াগাতী থানা সভাপতি সিদ্দিক মোল্যা, সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা রক্ষাসহ ৭০ ধরণের কাজ করেন গ্রাম পুলিশবাহিনী। অথচ সামান্য বেতনে আমাদের সংসার চালাতে হয়। এ কারণে ছেলেমেয়েদের ঠিকমত পড়ালেখা করাতে পারছি না।
পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে সমস্যা হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাকুরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। আশা করছি দ্রুত আমাদের দাবি পূরণ হবে।
আর কে-১২
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত