Friday, March 29, 2024

আরও একটি বিপ্লবের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে-অমিত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৯৭৫’র ১৫ আগস্ট পরবর্তী সময়ে বিশৃঙ্খলায় আবদ্ধ দেশকে পুনর্গঠনের স্বপ্নে জিয়াউর রহমানকে জাতীয় বিপ্লবের মাধ্যমে মুক্ত করেছিল ঐক্যবদ্ধ সিপাহী ও জনতা। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে স্থিতিশীল রাজনীতির আবির্ভাব ঘটিয়েছিলেন। বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। নিজেদের অধিকার আদায়ে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে আরও একটি বিপ্লব সংগঠিত হবে। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আসবে। ঐতিহাসিক ৭ নভেম্বর-জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। সোমবার বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে লালদীঘির পাড়ের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সালাম আজাদ, সদস্য মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সাংঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান প্রমুখ। অ্যাডভোকেট হাজী আনিছুর রহমানের মুকুলের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, আব্দুস সবুর মন্ডল, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, কাজী আজম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক, জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরসহ শ’শ’ নেতৃবৃন্দ।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত