Wednesday, April 24, 2024

নড়াইল জেলায় এইচএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৫৬৪: অনুপস্থিত ১৪৪

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নড়াইল জেলার তিন উপজেলায় রবিবার (৬ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৫৬৪ জন। কিন্তু অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৪২০ জন। প্রথম দিনে অনুপস্থিত রয়েছেন ১৪৪ পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, জেলার ২৫টি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৬৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪ হাজার ৫৩৬ জন, অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন।
এছাড়া ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। আলিম পরীক্ষায় ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন এবং এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষার প্রথম দিন কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে জানা গেছে। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
আর কে-২১
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত