Friday, March 29, 2024

কেশবপুরে আন্ত উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর সদর উপজেলাকে হারিয়ে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ  চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা শুরুর আগে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেন। ফুটবল খেলা উপভোগ করতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে যশোর জেলা সহ বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
ফুটবল টুর্নামেন্টে উভয় দলের খেলোয়াড়দের নিদিষ্ট ৯০ মিনিটের খেলায় বিরতির আগে ১-১ গোলে সমতায় থাকে। বিরতির পর খেলায় অভয়নগর উপজেলা ১ গোল করেন। যশোর সদর উপজেলা নির্দিষ্ট সময়ে গোল পরিশোধ করতে না পারায় ২-১ গোলের ব্যবধানে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হয়েছেন।
খেলায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের চাম্পিয়ান ট্রফি ও ১ লক্ষ টাকার চেক এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ৭০ হাজার টাকার চেক তুলে দেন যশোর-৬ কেশবপুরের সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দীন, কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। খেলা শেষে বিজয়ী অভয়নগর উপজেলা ফুটবল একাদশ দলের খেলোয়াড় আওরঙ্গ কে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রত্যেক ম্যাচে ভালো খেলা উপহার দেওয়ায় ম্যান অফ দ্য টুর্নামেন্টের যশোর সদর উপজেলার খেলোয়াড় জাহিদ হাসানকে পুরস্কার তুলে দেন।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নাসির উদ্দীন, সহকারী রেফারি ছিলেন নাজমুল হুদা, আব্দুর রহমান এবং চতুর্থ রেফারি ছিলেন আতিয়ার রহমান এবং ম্যাচ রেফারি ছিলেন নূরুল ইসলাম খান। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শেখ রেজাউল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, মহির উদ্দীন মাহি।
আর কে-১৪
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত