Friday, April 19, 2024

অভয়নগরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

অভয়গনরের বেঙ্গলগেট এলাকার গৃহবধূ নির্জনা বেগমকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার অভয়নগরের কোটা গ্রামের আনোয়া গাজী নির্জনা বেগমের পিতা আনোয়ার গাজী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগর তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।
আসামিরা হলো, নওয়াপাড়ার বেঙ্গলগেট এলাকার শাহাদত গাজী সুমন ও তার মা রিনা বেগম, বোন সুমা বেগম এবং ভগ্নিপতি রমজান।
মামলার অভিযোগে জানা গেছে, নির্জনার বিয়ের পর থেকে আসামিরা যৌতুকের দাবিতে শারীরিক ও মানুসিক নির্যাতন শুরু করে। মেয়ের সংসারের কথা চিন্তা করে আসামিদের ৫০ হাজার টাকা যৌতুক দেয়। পরবর্তীতের আসামিরা আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করে নির্জনার কাছে। গত ১৭ জুলাই নির্জনাকে ১৫ মাসের শিশু সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেয় আসামিরা। যৌতুকের টাকা দিতে না পারায় নির্জনাকে গলায় দড়ি অথবা কীটনাশক পানে আত্মহত্যা করতে বলে। আসামিদের অত্যাচারে অতিষ্ট নির্জনা ২০ জুলাই কীটনাশক পান করে। প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্জনা ২০ জুলাই মারা যায়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত