Saturday, April 20, 2024

মসজিদে নামাজ আদায় করার উদ্দ্যেশে রওনা দিয়ে না ফেরার দেশে হাতেম আলী

চুড়ামনকাটি(যশোর)প্রতিনিধি॥  বাড়ি থেকে আছরের নামাজ মসজিদে আদায় করার উদ্দ্যেশে রওনা দিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ হাতেম আলী দফাদার(৮৫)। ঘাতক ট্রেন কেড়ে নিলো তার জীবন। নিহত হাতেম আলী দফাদার যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৃত শমসের আলী দফাদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুত্রুবার বিকালে বৃদ্ধ হাতেম আলী দফাদার মসজিদে আছরের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়। তিনি রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় খুলনাগামী মহানন্দ এপ্রেস ট্রেনটি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহতের ছেলে লাভলু জানান,তার বাবা কানে কিছুটা কম শুনতেন যার কারণে ট্রেনের শব্দ শুনতে না পারায় এই দূর্ঘটনা।খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করে।

নিহত হাতেম আলী দফাদার ছাতিয়ানতলা গ্রামের দফাদার পাড়া জামে মসজিদে ৩০ বছর ইমামতি করেছেন।বর্তমানে বয়সের কারণে তিনি ইমামতি পেশা ছেড়ে দিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত