Friday, April 19, 2024

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিচারক হিসেবে এডিএম কাজী সায়েমুজ্জামানকে বয়কট ও সমিতির অনিয়মিত নয় সদস্যকে সহযোগী সদস্য করার সিদ্ধান্ত গৃহিত হয়ছে। এডিএম কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে আইনজীবীদের অভিযোগ তিনি আদালত চলাকালে আইনজীবীদের সাথে অশোভন আচরণ করেন। বৃহস্পতিবার সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বার্ষিক এ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ সভায় সভাপত্বি করেন সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা। সভায় বার্ষিক রিপোর্ট পেশ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন।
বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মাহাবুব আলম বাচ্চু, দেবাশীষ দাস, মশিয়ার রহমান, কাজী ফরিদুল ইসলাম, গাজী আব্দুল কাদির, গাজী এনামুল হক, আরএম মঈনুল হক খান ময়না, এমএ গফুর, আবু মোর্র্ত্তজা ছোট, বদরুজ্জামান পলাশ, সোহলে শামীম, খালেদ হোসান জিউস, সৈয়দ কবির হোসেন জনি প্রমুখ।
সভায় এডিএম কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে করা আইজীবীদের অভিযোগের উপর মতামত দেন সমিতির সদস্যরা। এ সময় সর্বাধিক মতামতের ভিত্তিতে বিচারক হিসেবে এডিএম কাজী সায়েমুজ্জামানকে বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে ওই আদালতে অন্যকোন বিচারক বিচারিক কাজ পরিচালনা করলে আইনজীবীরা বিচারিক কাজে সহযোগীতা করবেন বলেও সিদ্ধান্ত হয়। এ ছাড়া সমিতির অনিয়মিত, বদলী ও চাকরিজীবী ১৯ সদস্যদের তালিকা প্রকাশ করে সদস্যদের মতামত চাওয়া হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে নিয়মিত নয় জনকে সহযোগী সদস্য করা হয়। বাকি ১০ জনের মধ্যে বদলী হয়ে আসা সদস্যদের দ্রুত অন্য সমিতির সদস্যপদ বাতিলের কাগজপত্র জমা দিতে বলা হয়।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত