যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার স্পেশাল জেলা ও দায়রা মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি রাজু শার্শা উপজেলার সামতা গ্রামের আব্দুস সামাদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মুস্তাফা রাজা।
মামলার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ জুলাই দুপুর ১২টার পর কোতোয়ালি থানা পুলিশ জানতে পারেন, বেনাপোল থেকে একটি বাসে মাদক নিয়ে যাশোরের দিকে আসছে। তাৎক্ষনিক পুলিশের একটি টিম যশোর বেনাপোল মহাসড়কের তেঘরিয়া মোড়ে অবস্থান করে। এসময় একটি বাস তল্লাশিকালে রাজুকে আটক করে। পরে তার কাছথেকে একটি পলেথিনে থাকা আড়াই লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই তাসলিমা খাতুন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৯ সালেল ১৮ আগষ্ট কোতোয়ালি থানার এসআই হাফিজুর রহমান রাজুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করে আদালত। আসামির উপস্থিতিতে রায় ঘোষনা করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ