Friday, March 29, 2024

যশোরে অস্ত্র মামলায় আইনজীবী সহকারী ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট

- Advertisement -

যশোরের বেনাপোল পোর্ট থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় মহুরি ইব্রাহিম হোসেনসহ ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এই চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল।
অভিযুক্তরা হলেন, শার্শা উপজেলার উত্তর বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে মহুরি ইব্রাহিম হোসেন (২৪) ও গয়ড়া গ্রামের আনসার আলীর ছেলে লিটন হোসেন (৪১)।
ডিবি পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শার্শা উপজেলার কাগজপুকুর বাজারস্থ সাদাক সাইদা সুপার মার্কেটের সাজুর গাড়ি সার্ভিসিং সেন্টার থেকে ১টি ওয়ান শ্যুটারসহ ইব্রাহিমকে আটক করা হয়। পরে ডিবি পুলিশ অস্ত্রের সাথে লিটনেরও সম্পৃক্ততা পায়। এ কারণে ইব্রাহিম ও লিটনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করে ডিবি পুলিশ। এই মামলার তদন্ত শেষে ইব্রাহিম ও লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল।

- Advertisement -

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত