Thursday, April 25, 2024

নড়াইলে অস্বচ্ছল খেলোয়াড়দের ২৭ লক্ষ টাকার চেক প্রদান

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ২৭ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ১৫৭ অস্বচ্ছল খেলোয়াড়কে। এদের মধ্যে ২ লক্ষ টাকা করে ৪ জন গুরুতর অসুস্থ্ খেলোয়াড়সহ অপর ১৫৩ জন খেলোয়াড়কে অনুদানের এ টাকা টাকা প্রদান করা হয়। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক প্রদান করা হয়। অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, অলিম্পিক এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু, নড়াইল জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, লোহাগড়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়াতুজ্জামান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তা মো. লতিফুর সরকার, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, ফুটবল কোচ ও সাংবাদিক কার্ত্তিক দাস প্রমুখ উপস্থিত ছিলেন। টেবিল টেনিস, ক্রিকেট, হ্যান্ডবল, অ্যাথলেটিকস, ও বক্সিং ক্রীড়ার সাথে জড়িত অস্বচ্ছল খেলোয়াড় ও সংগঠকদের এ অনুদান প্রদান করা হয়। গুরুতর অসুস্থ্ ৪ জনকে ২ লক্ষ, ৫৫ জনকে ২৪ হাজার এবং করোনা কালীণ সময়ের ৯৮ জনকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত