Saturday, April 20, 2024

নড়াইলের বুড়িখালী গ্রামে শান্তি সমাবেশের মাধ্যমে দুই পক্ষের দির্ঘদিনের বিরোধ নিরসন

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ ও মাহফুজুল ইসলাম মন্নু,নড়াইল ও লোহাগড়া প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার ৪ নং আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দাঙ্গা-হাঙ্গামা চলে আসছিল। এ নিয়ে নড়াইল -২ আসনের সাংসদের গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন ,অত্র ইউনিয়নের চেয়ারম্যান, নড়াইলের প্রশাসন ও স্থানীয় নেতাদের মহত উদ্যোগে এ দুইপক্ষের বিরোধ মিমিংশার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঔ বিরোধপুর্ণ গ্রাম বুড়িখালী গ্রামে মাদ্রাসার মাঠে অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনের সাংসদের গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাহমুদুর রহমান,কাশিপুর ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান,আউড়িয়া ইউপির আ,লীগের সভাপতি মোঃ রহমান চৌধুরী,আ,লীগ নেতা মোঃ মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে নড়াইল-২ আসনের সাংসদের গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপনের বিশেষ ভুমিকায় ওই বিরোধপুর্ণ গ্রামের এক পক্ষের মাতুব্বর মোঃ আয়ুব হোসেন মোল্যা,মোঃ সরোয়ার শিকদার ও লিয়াকত খান অন্য পক্ষের মাতুব্বর মোঃ মিজান ভুইয়া,মোঃকুদ্দুস খান ও আজম খান তাদের দীর্ঘদিনের দুপক্ষের বিরোধ মিমাংশা করবে বলে প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য দেন। পরে ইউপি চেয়ারম্যান এস এম পলাশের পরিচালনায় দুই পক্ষই আর দাঙ্গা-হাঙ্গামা আর করবেনা বলে উপস্থিত সবার সামনে প্রতিশ্রুতি দেয় এবং দুই পক্ষের নেতারা বুকে বুকে কোলাকুলি করেন। এছাড়াও পরবর্তীতে দুইপক্ষই এক যায়গায় মিলেমিশে প্রীতি ভোজের আয়োজন করবে। এ শান্তি সমাবেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিরোধপুর্ণ বুড়িখালী গ্রামসহ আশপাশের গ্রামের শতশত লোকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত