Friday, April 19, 2024

প্রায় একযুগ পর পিএফ ফান্ডের বকেয়া পাওনা টাকা পেল মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকেরা

- Advertisement -

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় এক যুগ পর দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্টান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারিদের পিএফ ফান্ডের বকেয়া প্রায় চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রোববার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান অবসরপ্রাপ্ত ৬১ জন শ্রমিককে ওই টাকার চেক প্রদান করেন। মোচিকের অর্থ দপ্তরে পিএফ ফান্ড থেকে উঠানো ওই টাকার মধ্যে স্থায়ী অবসরপ্রাপ্ত ৪৪ জনকে তিন কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ৪৩২ টাকা ও মৌসুমি অবসরপ্রাপ্ত ১৭ জনকে ৪৪ লক্ষ ৪৩ হাজার ১ শত ৭১ টাকা দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শ্রমিকরা ওই টাকার না পেয়ে নানা কষ্টে দিনযাপন করছিলেন। এখন ওই পাওনা টাকা পেয়ে তারা বেজায় খুশি। চেক প্রদান অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, মহা- ব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফেডারেশন আইন সম্পাদক গোলাম রসুল, সহ- সভাপতি ফজের আলী, সদস্য সাইদুজ্জামান পিকু সহ অন্নান্য নেতৃবৃন্দ।

- Advertisement -

উল্লেখ্য, দীর্ঘদিনের এই বকেয়া টাকা পাওয়ায় ভ’ক্তভোগী শ্রমিক কর্মচারীগন অত্র মিলের ব্যবস্থাপনা পরিচালক সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, গত ১ যুগের মধ্যে এ ধরনের বড় অংকের পাওনা টাকা কেউ দিতে পারেনি। তাই তারা দ্বায়িত্বপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অবসরের গ্রাইছুটি ফান্ডের বাকী পাওনা টাকাটিও দ্রæত পেতে বিনিত অনুরোধ জানিয়েছেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত