Monday, September 25, 2023

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ জ্বালানী তেল, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, দেশের বিভিন্নস্থানে বিএনপি নেতা কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, পৌর বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, দেশের এই অস্থীতিশীল পরিস্থিতি সরকারকে দায়ী করে বলেন বিএনপির শান্তিপুর্ণ আন্দোলন রুখে দিয়ে সরকার নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ