Thursday, March 28, 2024

যশোরে ট্যাংকলরি থেকে তেল চুরির অভিযোগে চালকের বিরুদ্ধে মামলা

- Advertisement -

ট্যাংকলরি থেকে তেল চুরি করে অন্যত্র বিক্রির অভিযোগে চালকের বিরুদ্ধে মামলা করেছেন মেহেরপুরের হোটেল বাজার এলাকার আমিনুর ইসলাম (৫২)। আর গাড়ি চালকের নাম রফিকুল ইসলাম। তিনি গাংনী উপজেলার মালসাদা গ্রামের গুনী মন্ডলের ছেলে।
আমিনুল ইসলাম যশোর কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার একটি ট্যাংকলরী (ঢাকা মেট্টো-ট-১৪ -৫২৯৪) আছে। চালক রফিকুল ইসলাম ওই ট্যাংক লরি গত সাত মাস ধরে চালিয়ে আসছে। সে খুলনার খালিসপুর থেকে মেহেরপুরে জ্বালানী তেল নিয়ে আসে। গত ১ সেপ্টেম্বর খালিসপুর থেকে তেল নিয়ে মেহেরপুরে যাচ্ছিল। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারের কাছে পৌছালে ট্যাংক লরিটি উল্টে যায়। কিন্তু কোন তেল লরি থেকে পড়তে পারেনি। কিন্তু চালক তাকে মোবাইল ফোনে জানায় ট্যাংকলরি উল্টে ১১ হাজার ডিজেল পড়ে যায়। কিন্তু তার কথায় সন্দেহ হলে তিনি বিষয়টি খোঁজ খবর নেন। এবং জানতে পারেন চালক রফিকুল ইসলাম যশোরের কোথায় ১১ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের তেল অন্যত্র বিক্রি করে দিয়েছে। তার এলোমেলো কথা এবং অস্বীকার করায় তার বিরুদ্ধে তেল চুরির মামলা করেন মালিক আমিনুল ইসলাম।

- Advertisement -

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত