Saturday, April 20, 2024

বিশ্বে ২৪ ঘণ্টায় ৮৫৫ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৪৯ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৫৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৬০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯৫৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৮ হাজার ৯৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৯৯১ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ৮৫ হাজার ২৫ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজার ৮১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৭৩২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৬ হাজার ৫৩ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩৭ জন, ফ্রান্সে ৪০ জন, জার্মানিতে ৯০ জন, রাশিয়ায় ৮১ জন, তাইওয়ানে ২৮ জন, ফিলিপাইনে ৩৮ জন এবং চিলিতে ৩৬ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৪২১ জন।

অনলাইন ডেস্ক

আর কে-০১

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত