Saturday, April 20, 2024

যশোরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনে অনিয়ম: ডিসির কাছে অভিযোগ

যশোরে শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুল হকের ভাতা তুলে খাচ্ছেন তার ছোট ভাই রশিদুল হক। অথচ ওই পরিবারে দুস্থ্য লোক থাকলেও তাদের ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুল হকের ভাতার টাকা ওই পরিবারের দুস্থ্যসহ সকলকে ভাগ করে দেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে পৃথক দুইটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের মাহফুজুল হক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ হন। যার গেজেটের পৃষ্ঠা নাং ৩৩২৭ গেজেট নং-১০৯৪। শহীদ পরিবারের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ভাতার ব্যবস্থা করা হয়। কোন ওয়ারিশ না থাকায় মাহফুজুল হকের ছোট ভাই রশিদুল হক একাই তার ভাতার টাকা উত্তোলন করেন। কিন্তু ওই পরিবারে মাহফুজুল হকের আরেক ভাই আজিজুল হকের ছেলে মাহবুবুল হক ও মেয়ে নায়ার সুলতানা সেই মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুল হকের মুক্তিযোদ্ধা ভাতার টাকা শুধুমাত্র তার ছোট ভাই রশিদুল হক একাই ভোগ করতে পারেন না। মাহফুজুল হকের মৃত আরেক ভাই আজিজুল হকের ছেলে মাহবুবুল হক ও মেয়ে নায়ার সুলতানাও এই টাকার দাবি করেছেন।
তাছাড়া রশিদুল হক একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারি। তিনি পেনশন পাচ্ছেন। তারপরও মৃহ শহীদ মাহফুজুল হকের ভাতার টাকা একা ভোগ করলে পরিবারে যারা দুস্থ্য রয়েছেন তাদেরও ওই টাকার অংশ দেয়া উচিৎ। আরসেই জন্য এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পশাসকের কাছে মাহবুবুল হক ও তার বোন নাহার সুলতানা অভিযোগ দিয়েছেন।
রাতদিন সংবাদ
আর কে-০৯

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত