Tuesday, April 23, 2024

যশোরে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

- Advertisement -

যশোরে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারা দন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোডের মৃত এবাদত হোসেনের ছেলে এনামুল হক এ্যানি ও যশোরের চৌগাছা উপজেলার কারিকরপাড়ার গ্রামের মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে রাজ্জাক ওরফে লেল্টু। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৫ সালেল ২৬ জুলাই সকাল আটটায় যশোরের চৌগাছা থানার সলুয়ক্যাম্পের সদস্যরা ক্যাম্পের সামনে তল্লাশি চেক পোষ্ট বসায়ে চেক করতে থাকে। এসময় ওই দুই আসামি ওই পথদিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে। ব্যাগের মধ্যে থেকে পলেথিনে থাকা ১৪ লিটার তরল ফেনসিডিল , পাঁচটি ফেনসিডিলের খালি কর্ক ও কিছু লেভেল উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে চৌগাছা থানার এসআই বিপ্লব কুমার দত্ত আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ গত মঙ্গলবার এ মামলার রায় ঘোষনা করে আদালত। আসামিরা পলাতক থাকায় আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত