Thursday, April 18, 2024

রায়পাড়ার হোসেন আলী শানু নিহতের ঘটনায় দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা

- Advertisement -

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হোসেন আলী শানু হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার রাতে দুইজনকে আসামি ও অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন শানুর মা চায়না আক্তার মিতা । আসামিরা হলেন, চাঁচড়া রায়পাড়ার এলাকার কামরুল ইসলাম বাবু ওরফে কালা বাবুর ছেলে রকি ও শংকরপুর মুরগীফার্ম গেট এলাকার রজব আলীর ছেলে সোহেল ওরফে মুরগী সোহেল। নিহত শানু রায়পাড়া কয়লাপট্টি এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি পেশায় প্রাইভেট চালক ছিলেন।

- Advertisement -

মামলায় বাদী উল্লেখ করেন, শানু পেপসি কোম্পানীতে ড্রাইভার ছিলেন। আসামিরা পূর্ব শত্রুতার জেরে আসামিরা বুধবার দুপুরে কয়লাপট্টি এলাকার শানুকে ডেকে নিয়ে যায়। অন্য আসামিরা শানুর হাত ও গলা চেপে ধরে। এরপর রকি চাকু দিয়ে পেটের ডান পাশে আঘাত করে। এসময় মুরগী সোহেল শানুর ডান পায়ে চাকু দিয়ে আঘাত করে। এরপর শানু মাটিতে পরে গেলে আসামিরা ক্ষত স্থানে লাথি মেরে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে  শানুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে জরুরীভাবে তাকে খুলনায় রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে নয়টায় শানুর মৃত্যু হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ইবনে খালিদ হোসেন বলেন, আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে, এখনো পর্যন্ত কাউকেই আটক করতে পারেননি বলে জানান মি.খালিদ।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত