Saturday, April 20, 2024

আগস্টে ৪০টি হারানো মোবাইল ফোন ও ১৩জন ভিকটিম উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল

যশোরে হারানো ৪০টি মোবাইল ফোন, ১৩জন ভিকটিম, ভুলবশত বিকাশ-নগদে চলে যাওয়া এক লাখ নয় হাজার টাকা উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল। প্রকৃত মালিকদের কাছে উদ্ধার হওয়া মালামাল বুঝে দেওয়া হয়। আজ শনিবার সাড়ে ১২টায় যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মাসে (আগস্ট) জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়রি ভুক্ত হারানো ৪০টি মোবাইল ফোন উদ্ধার। এসময় ভুলবশত: অন্য মোবাইল ফোনে নগদ ও বিকাশে চলে যাওয়া আট জনের এক লাখ নয় হাজার নয়শত টাকা উদ্ধার করা হয়। হ্যাককৃত সাতটি ফেসবুক আইডি উদ্ধার পুনরুদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৩জন ভিকটিম উদ্ধারের সহায়তা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মুকিত সরকার বলেন, চলতি মাসে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলে দুটি মামলা তদন্তধীন রয়েছে। তদন্তধীন দুটি মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রাতদিন সংবাদ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত