Friday, March 29, 2024

কালিয়ার নড়াগাতিতে আ. লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় নড়াইল পুলিশের ব্যাখ্যা

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) আ. লীগ ও বিএনপির কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে উভয় দলের ৪০ জন আহত হয়েছেন বলে দলীয় এবং বিভিন্ন সুত্রে দাবি করা হয়।  তাদের অভিযোগের প্রেক্ষিতে  ‘রাতদিন নিউজ২৪ডটকম’ নিউজ পোর্টালে “নড়াইলের কালিয়ায় আ. লীগ ও বিএনপি সংঘর্ষ, উভয় দলের আহত ৪০” শিরোনামে বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) খবর প্রকাশিত হয়।  খবর প্রকাশের পর নড়াইল পুলিশের  নজরে আসে । একইসাথে এ বিষয়ে পুলিশের পক্ষথেকে একটি ব্যাখ্যা প্রদান করা হয় । নড়াইল পুলিশ মিডিয়া ইনফো এর ব্যাখ্যায় বলা হয়েছে, ‘আ. লীগ ও বিএনপির কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় নড়াগাতি থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কঠোর অবস্থানে থেকে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে । উভয় পক্ষের ছোড়া ইটের আঘাতে কিছু লোক আহত হয়েছেন তেমন কোন খবর আমাদের দপ্তরে আসেনি’।

- Advertisement -

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়েছেন কিনা তা তিনি জানেন না। তবে পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত