Wednesday, April 24, 2024

যশোর শহরের রেলস্টেশন এলাকায় উঠতি বয়সের শিশুসহ ছয় যুবক দু’টি ধারালো চাপাতিসহ গ্রেফতার

- Advertisement -

ধারালো চাপাতি নিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্ষমতা দাপটের জন্য দু’টি চাপাতি নিয়ে অবস্থানকালে পুলিশ এক শিশুসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বুধবার ৩১ আগষ্ট রাতে শহরের রেলষ্টেশনের পাশে রুপসা হোটেলের সামনে তাদেরকে গ্রেফতার করে চাঁচড়া ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের বারান্দীপাড়া (নাথপাড়া) গ্রামের কুমারেশ চন্দ্র সাহার ছেলে কপিল চন্দ্র সাহা,বেজপাড়া টিবি ক্লিনিক (আনছার ক্যাম্পের পশ্চিম পাশের) মৃত রুহুল আমিনের ছেলে ইমন মোল্যা,চাঁচড়া চেকপোষ্ট এলাকার মৃত আশরাফ হোসেনের ছেলে রাকিব হোসেন,মুরগী ফার্মগেট (বকুলের বাড়ির ভাড়াটিয়া) মৃত রবিউল ইসলামের ছেলে আব্দুল জব্বার, মুরগী ফার্মগেট (শংকরপুর) এলাকার দাউদ হোসেনেরে ছেলে জিসান হোসেন শহরের আশ্রম রোড এলাকার বাবু রহমানের ছেলে মিজানুর রহমান (১৭)। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

চাঁচড়া ফাঁড়ীর এসআই আনিছুর রহমান জানান, গত বুধবার ৩১ আগষ্ট ফোর্সসহ চাঁচড়া পুলিশ ফাঁড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করার সময় রাত সোয়া ৮ টার পর গোপন সূত্রে খবর পান শহরের রেলষ্টেশনের পাশে রুপসা হোটেলের সামনে রেলষ্টেশন হতে রাসেল চত্বর গামী রাস্তায় উঠতি বয়সের যুবক ও যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত এসআই রাত সাড়ে ৮ টার পর ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা যুবকেরা দৌড়ে পালানোর চেষ্টা করে সাথে থাকা ফোর্সের সহায়তায় শিশুসহ ৬ জনকে গ্রেফতার করে। এ সময় যুবক কপিল চন্দ্র সাহা ও আব্দুল জব্বারের হাতে থাকা ধারালো স্টীলের তৈরী চাপাতি উদ্ধার করে। এ ঘটনায় বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৫ যুবক ও শিশুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত