Friday, April 26, 2024

পাইকগাছায় আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয়ক প্রশিক্ষণ

- Advertisement -

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পরিষদের আয়োজনে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ২২,২৩ ও ২৫ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। প্রশিক্ষক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, লোপাকের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমী সাকিব, ক্ষেত্র সহকারী রণধীর সরকার। সার্বিক সহায়তায় ছিলেন, পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর হাফিজুর রহমান সরকার। ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে ৫০ জন কাঁকড়া চাষী ও সম্ভব্য আগ্রহী মৎস্য চাষীগণ অংশ গ্রহণ করে। এটি বাস্তবায়ন করেন উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক কমিটি।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত