Friday, April 19, 2024

কালীগঞ্জে অধিক মূল্যে সার বিক্রয়: ১০ হাজার টাকা জরিমানা

হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভৌমিক ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসষ্টান্ডে থানা রোডে এই অভিযান চলানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়েও অধিক দামে সার বিক্রয় করা হচ্ছে এমন খবর পেয়ে শহরের নিমতলা বাসষ্টান্ডে থানা রোডে এই অভিযান চলানো হয়। এসময় আলামিন ও আসাদুল নামের দুই কৃষকের নিকট হতে ইউরিয়া সার বস্তা প্রতি ১০০ টাকা ও ডিএপি সার বস্তা প্রতি ১৫০ টাকা বেশি বিক্রয়ের অপরাধে ভৌমিক ট্রেডার্সের মালিক নির্মল কুমার ভৌমিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভৌমিক ট্রের্ডাসের মালিকের বিক্রয় করা ১০ বস্তা সারের অতিরিক্ত এক হাজার ২৫০ টাকা কৃষককে ফেরত দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সিকদার মহাইমেন আক্তার, কালীগঞ্জ থানার এসআই হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত