Friday, March 29, 2024

কয়রায় অস্থায়ী রিং বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

- Advertisement -

মাত্র ২৩ দিনের ব্যবধানে খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের জোয়ারের চাপে অস্থায়ী রিং বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে।

- Advertisement -

এলাকাবাসী জানায়, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরামুখা গ্রামে শনিবার (১৩ আগস্ট) দুপুরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী রিং বাঁধ ভেঙে যায়। এতে করে ওই ইউনিয়নের তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। আতঙ্কে রয়েছেন উপকূলবাসী।

স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার দুপুরে জোয়ারে কপোতাক্ষ নদের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে।

এদিকে, দুপুরের আগে ভেঙে যাওয়া বাঁধ এলাকাবাসী মেরামত করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি খোকন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান আছের আলীর নেতৃত্বে বাঁধ মেরামতে অংশ নেয় গ্রামবাসী।

তবে জোড়াগোনের প্রবল জোয়ারের চাপে এই বাঁধ কতটুকু টিকে থাকবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর ছালাম খাঁন বলেন, দুপুরে জোয়ারের পানি বেড়ে অস্থায়ী রিং বাঁধ ভেঙে যায়। সেইসঙ্গে তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে ভাটায় বাঁধ মেরামত করা হয়েছে।

এর আগে গত ১৭ জুলাই ভাটির টানে একই এলাকার ২০০ মিটার জায়গা ভেঙে কপোতাক্ষ নদে চলে যায়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভেঙে যাওয়া স্থান মেরামত করেন। সেখানে স্থায়ী বাঁধ মেরামত না হওয়ায় আজ আবার ফের ভেঙে পানি প্রবেশ করেছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত