Friday, April 19, 2024

লুটপাটের ঘাটতি পূরণ করতে এ সরকার সব জিনিসের দাম বাড়িয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত

সকল প্রকার জ্বালানি তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিপর্যয় এবং ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নিহতের প্রতিবাদে শুক্রবার যশোর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৩ টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

ঘাটতি পূরণ করতে এ সরকার সব জিনিসের দাম বাড়িয়েছে : অনিন্দ্য ইসলাম অমিতপ্রধান অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আওয়ামী লীগের সীমাহীন লুটপাটের কারণে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তাদের লুটপাটের ঘাটতি পূরণ করতে গিয়ে সকল প্রকার জ্বালানি তেল থেকে শুরু করে সার, কৃষি উপকরণ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। যে কারণে দেশ আজ দেউলিয়া হওয়ার পথে।

সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত