Friday, April 19, 2024

জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বাণিজ্যে বিরুপ প্রভাব

- Advertisement -

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে বাণিজ্যে পড়েছে বিরুপ প্রভাব। অতিরিক্ত ভাড়ার কারনে বন্দর থেকে কমেছে পণ্য খালাস। বেনাপোল থেকে ঢাকা ট্রাক ভাড়া বেড়েছে ৫ হাজার টাকা পর্যন্ত। এতে এসব পণ্যের দামও বাড়তে শুরু করেছে। এদিকে বাস ভাড়াও বাড়ায় ইচ্ছে মত ভাড়া আদায় করছে পরিবহন ব্যবসায়ীরা। এতে অতিরিক্ত ভাড়া গুনতে ক্ষোভ বেড়েছে যাত্রীদের। বাস ভাড়া বাড়ায় যাত্রীর সংখ্যাও কমেছে। দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে স্বস্তি ফেরাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে প্রত্যাশা মানুষের। তবে পরিবহন ব্যবসায়ীরা বলছেন তেলের মুল্য কমালে আবারও বর্ধিত ভাড়া কমে আসবে।

- Advertisement -

জানা যায়, বিশ্বের তৃতীয় তেল সরবরাহকারী দেশ রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার তের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র । এতে বিশ্বে তেলের বাজারে অস্তিরতা দেখা যায়। এতে বেশ আগেয় আমদানি নির্ভর বিভিন্ন দেশে বাড়ে জ্বালানী তেলের দাম। তবে এতদিন বাড়েনি বাংলাদেশে। অবশেষে নিরুপায় হয়ে পরিস্থিতি সামলাতে গত শুক্রবার দেশে জ্বালানী তেলের দাম বাড়ে ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, পেট্রোল ৪৪ টাকা ও অকটেনে বাড়ে ৪৬ টাকা।

দেশে তেলের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে পণ্য পরিবহন ও যাত্রী যাতায়াতে। পণ্য পরিবহনে ভাড়া বাড়ে ২৫ শতাংশ আর যাত্রীদের কাছ থেকে আদায় শুরু হয়েছে বাড়তি বাড়া। পণ্য পরিবহন খরচ বৃদ্ধিতে বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। এতে দীর্ঘশ্বাস ফেলছেন নিম্ন আয়ের মানুষ। দ্রূত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সরকার আবারো জ্বালানী তেলের দাম সহনীয় পর্যায়ে আনবেন এমন প্রত্যাশা সকলের।

খেটে খাওয়া সাধারণ মানুষ আব্দুর রহিম জানান, একসাথে এত পরিমানে জ্বালনী তেলের মুল্য বৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আমদের হিমসিম খেতে হচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কিভাবে সামনের দিনে খরচ চালাবো?

পণ্য পরিবহনকারী ট্রাক চালক জামাল জানান, বেনাপোল থেকে ঢাকা আসা যাওয়ায় তেল খরচ বেড়েছে ৫ হাজার টাকা। তবে মুল্য বৃদ্ধি অনুযায়ী ভাড়া পাচ্ছিনা।

ভারতগামী পাসপোর্ট যাত্রী মহাসিন জানান, ইচ্ছেমত ভাড়া নিচ্ছে পরিবহন ব্যবসায়ীরা। দেখার কেউ নেই।

আমদানি কারক উজ্বল বিশ্বাস জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে প্রায় ৭শ ট্রাক পণ্য দেশের অভ্যন্তরে পরিবহন করা হয়। আর পাসপোর্ট ধারী যাত্রী চলাচলে শতাধিক পরিবহন চলে এরুটে। জ্বালানী তেলের মুল্য বৃদ্ধিতে বিরুপ প্রভাব পড়েছে বাণিজ্যে।

বেনাপোল থেকে ঢাকা পণ্য পরিবহনে ৫ হাজার টাকা অতিরিক্ত নিচ্ছে চালকেরা। তবে সে অনুযায়ী বাজারে দাম পাওয়া যাচ্ছেনা। যেহেতু বিশ্ব বাজারে আবারো তেলের দাম কমছে তাই সরকারকেও দাম সহনীয় পর্যায়ে আনার অনুরোধ রাখছি।

বাস চালক আলী জানান, তেলের মুল্য বৃদ্ধিতে নানান সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে চাইছেনা। এক সাথে এত টাকা ভাড়া বাড়ানো উচিত হয়নি সরকারের।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দীন গাজী জানান, তেলের মুল্য বৃদ্ধিতে পূর্বের চেয়ে ২৫ শতাংস ট্রাক ভাড়া বেড়েছে। তবে তেলের দাম কমলে আবারো ভাড়া কমে আসবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত