Friday, March 29, 2024

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

- Advertisement -

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)’র বিরুদ্ধে আদালতে এবার পাল্টা মামলা হয়েছে। মানহানীর অভিযোগে গতকাল রোবার ওই বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড, ইকবাল কবীর জাহিদ এই মামলা করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো : মঞ্জুরুল ইসলাম মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২৫ জুন মিজানুর রহমান আদালতে ড. ইকবাল কবীর জাহিদের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।
বাদী ড. ইকবাল কবীর জাহিদ মামলায় বলেছেন, বিবাদী মিজানুর রহমান একই বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)। বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে সাউন্ড সিস্টেম সরবরাহ ও স্থাপনা কাজের জন্য দরপত্র মূল্যায়ন কমিটির মাধ্যমে সর্বনিম্ন দরদাতা প্রেজেন্টেশন টেকনোলজিকে কার্যাদেশ দেয়া হয়। বাদী ড. অইকবাল বকীর জাহিদ ওই দরদাতা মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন। কিন্তু বিবাদী মিজানুর রহমান ওই কার্যাদেশ দেয়ার ক্ষেত্রে অনিয়ম করেছেন বলে তদন্ত করে রেজ্রিস্ট্রার বরাবর প্রতিবেদন দাখিল করেন বাদী ড. ইকবাল কবীর জাহিদ। এতে তার উপর ক্ষীপ্ত হয়ে শারীরিকভাবে লাঞ্চনা করার অভিযোগ দেন মিজানুর রহমান। পাশাপাশি এই ঘটনায় গত ২৫ জুন আদালত মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশ (পিবিআই) তদন্ত করছে। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় দেখে তিনি জানতে পারেন। ফলে এদিস তিনি মানহানীর অভিযোগে আদালতে মামলা করেছেন।

- Advertisement -

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত