Thursday, April 25, 2024

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল

- Advertisement -

ডিজেল পেট্রোলসহ অন্যান্য জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা বিএন পি। শনিবার বিকেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চিত্রা মোড় হয়ে,জেস টাওয়ারের সামনে দিয়ে চৌরাস্তা থানার মোড় হয়ে জেল রোড হয়ে লাল দিঘিপাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানী খাতের চরম অবব্যস্থাপনার কারণে সরকার নতুন করে সকল প্রকার জালানী তেলের মূল্য বৃৃদ্ধি করে জনগণকে সীমাহীন কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আজকে সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে কেবল যশোর নয় সমগ্র দেশের জনগণ ফুঁসে উঠেছে। যেই মুহুর্তে বিশ্ব বাজারে তেলে মূল্য হ্রাস পেয়েছে,ঠিক সেই মুহুর্তে তেলের মূল্য বৃদ্ধির কারন কি? এই টাকা কি বিদেশে পাচার হবে,নাকি আপনার সোনার ছেলেদের সংসার চালানোর কাজে ব্যয় করা হবে সেটি জনগণ জানতে চায়। নতুন করে যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটি বাংলাদেশ নয় সারা বিশ্বে নজির বিহীন বলে মন্তব্য করেন অনিন্দ্য ইসলাম অমিত। বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ নেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লক চাঁদ, যুগ্ম- সম্পাদক জহির আলম,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,সাংঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা ,যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফারজানা আমিন,রাতদিন নিউজ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত