Thursday, March 28, 2024

কপিলমুনিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা

- Advertisement -

কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ সাংবাদিক নূর আলম অনু’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলা ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে দেশ ব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে শনিবার দুপুরে কপিলমুনি প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর উদ্যোগে উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএসএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান, যুগ্ম সাঃ সম্পাদক এস এম বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি পেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, আব্দুল মজিদ, আসাদুল ইসলাম এস এম আঃ রহমান, মিলন দাশ, আমিনুল ইসলাম বজলু, শেখ সেকেন্দার আলী, মোঃ ফসিয়ার রহমান, একে আজাদ, আঃ সবুল আল আমীন, এস কে আলীম, শেখ খায়রুল ইসলাম, শেখ নাদীর শাহ, কাজী সোহাগ, আবু ইসহাক, প্রমূখ।বক্তরা সাংবাদিক নির্যাতন ও হয়রানীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চরণ করে বলেন, নির্যাতন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিক নূর আলম অনুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্র কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি না দিলে প্রয়োজনে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানানো হবে। উক্ত মানববন্ধন ও পথসভা পরিচালনা করেন দৈনিক পূর্বা লের কপিলমুনি নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত