Friday, April 26, 2024

যশোরে স্ত্রী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক মামলা

- Advertisement -

যশোরে যৌতুক নিরোধ আইনে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন এক জামাই। সোমবার মণিরামপুরের ঢাকুরিয়া গ্রামের অনিল মন্ডলের ছেলে আকাশ মন্ডল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো সদরের সিরাজসিঙ্গা গ্রামের স্বপন মন্ডল ও তার স্ত্রী রূপা মন্ডল এবং মেয়ে শান্তা।
মামলার অভিযোগে জানা গেছে, চার বছর আগে আকাশ মন্ডল সনাতন ধর্র্মমতে শান্তাকে বিয়ে করেন। বিয়ের পর শান্তা বিভিন্ন সময়ে তার স্বামীর কাছে টাকা দাবি করে সংসারে অশান্তি সৃষ্টি করত। সম্প্রতি শান্তা তার স্বামীর কাছে এক লাখ টাকা দাবি করে পিতাকে দেয়ার জন্য। টাকা দিতে রাজি না হওয়ায় শান্তা সংসার করবেনা বলে হুমকি দেন। গত ২৫ জুলাই আকাশ মন্ডল বাড়িতে ছিলেন না। এ দিন শ্বশুর-শাশুড়ি তার বাড়িতে বেড়াতে আসেন। এদিন শান্তা বাড়িতে রাখা ৪৭ হাজার টাকা ও বিভিন্ন জিনিষপত্র নিয়ে চলে যায়। গত ২৭ জুলাই শান্তাকে আনতে গেলে যৌতুকের এক লাখ টাকা না দিলে তার সাথে সংসার করবেনা বলে জানিয়ে দেয়। যৌতুক ছাড়া স্ত্রীকে আনতে ব্যর্থ হয়ে গতকাল তিনি আদালতে এ মামলা করেছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত