Saturday, April 20, 2024

চৌগাছায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্টকার্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষী আবুল কাশেম, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন গ্রামের দেড় শতাধিক বীরমুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মার্টকার্ড ও সদনপত্র গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার জীবিত ১৫৭ জন মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড ও সনদপত্র এবং ১০৫ মৃত মুক্তিযোদ্ধার পরিবারের কাছে সনদপত্র বিতরণ করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত