Thursday, April 18, 2024

মোংলা বন্দরে ৩৮শ শ্রমিক পেলো ঈদ উপহার

- Advertisement -

মোংলা প্রতিনিধি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মোংলা সমুদ্র্র বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারী ও সি এন্ড এফ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন ও বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন ও ইষ্টিভিডরস মোংলা বন্দর বার্থ শিপ এ্যাসেসিয়েশন কর্তৃপক্ষ। রোববার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় মোংলা বন্দর সদর দপ্তর ভবন’র সামনে সি এন্ড এফ এর ৮শ ও মোংলা বন্দর বার্থ শিপ এ্যাসেসিয়েশনের আওতায় ৩ হাজার শ্রমিকদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মোংলা বন্দর, বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন, ইষ্টিভিডরস বার্থ শিপ এ্যাসেসিয়েশন ও মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের অর্থায়নে এই এ ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহারকে সামনে রেখে বন্দরে সিএন্ডএফ ও বানিজ্যিক জাহাজে কর্মরত শ্রমিক কর্মচারীদের সহায়তা প্রদান করে আসছে বন্দর ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তাই প্রতি বছরের ন্যায় এবছরের ঈদুল আযহা উপলক্ষে সিএন্ডএফ শ্রমিক ও ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশন’র আওতায় শ্রমিকদের মাঝে ঈদ উদযাপনের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রথমে সিএন্ডএফ শ্রমিকদের চাল, ডাল, সেমাই, চিনি, তেল, লবন, সাবান ও গুড়োদুধসহ কয়ের প্রকারের পন্যে সম্ভল্লিত প্যাকেটের খাদ্য সামগ্রী তুলে দেন শ্রমিকদের হাতে। পরে একই সময় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মোংলা সমুদ্র্র বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝেও বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করে মোংলা বন্দর, বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন ও ইষ্টিভিডরস মোংলা বন্দর বার্থ শিপ এ্যাসেসিয়েশন কর্তৃপক্ষ। এখানে প্রায় ৩ হাজার শ্রমিকদের মাঝে বিভিন্ন পন্যে সাজানো প্যাকেটজাত করা এ সকল সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্দরের চেয়ারম্যান শ্রমিক-কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি, আলু, তেল ও লবন সহ সাড়ে ১৭ কেজি ওজনের প্যাকেটের খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, বন্দর ব্যবহারকারী ষ্টিভিডরস এ্যাসেসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এম এ বাতেন, উপদেষ্টা মোস্তাক আহমেদ মিঠু, আলহাজ্ব শেখ আঃ সালাম, আলহাজ্ব এইচ এম দুলাল, মোঃ মশউর রহমান, মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশসেনর সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আহাম্মেদ সহ বন্দরের বিভাগীয় প্রধানগন, কর্মকর্তা-কর্মচারী, এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ ও বন্দরের কর্মরত সিএন্ডএফ ও সাধারন শ্রমিকসহ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি কালিপদ গুপ্ত, সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত