Thursday, April 25, 2024

নড়াইল সদর থানার ওসি শওকত কবীরকে প্রত্যাহার

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীরকে প্রত্যাহার করা হয়েছে। উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়, খুলনা থেকে ওসি মোহাম্মদ শওকত কবীরকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহামুদুর রহমানকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় রবিবার (৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যাহারের কারণ জানতে চাইলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, এটি ডিআইজি বলতে পারবেন। আমি শুধু ‘প্রত্যাহার’ করার মেসেজ পেয়েছি। শনিবার (২ জুলাই) রাত ১১টার দিকে এসংক্রান্ত খবর পাওয়া গেছে বলে অপর একটি সূত্র জানিয়েছে। উল্লেখ্য, ১৮ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের এক শিক্ষার্থী নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করা হয়। এক ভিডিও ফুটেজে দেখা যায়, এদিন বিকেল চারটার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং ওই শিক্ষার্থীকে কলেজের নীচতলার কলাপসিবল গেটের সামনে আনার পর তাদের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এসময় ভিডিও ফুটেজে ওসি শওকত কবীরকে সেখানে নীরবে দাড়িয়ে থাকতে দেখা গেছে। তাকে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা ১৮ জুনে সংঘটিত ঘটনার কারন হতে পারে বলে অনেকে মনে করছেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত