Saturday, April 20, 2024

যশোরে প্রকাশ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থী অপহরণের আট ঘন্টার মধ্যে উদ্ধার, অপহরণকারী আটক

প্রকাশ্যে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণ করার ৮ ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরণ কারী অমিত নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার রাজাপুর পশ্চিমপাড়ার মিলন হোসেনের ছেলে। এ ঘটনায় ১ জুলাই শুক্রবার দুপুরে সদর উপজেলার নোংগোরপুর বিশ^াসবাড়ির মৃত সাইফুল ইসলামের স্ত্রী স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মা মোছাঃ হালিমা বেগম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন।
মামলায় হালিমা বেগম উল্লেখ করেন,তার মেয়ে রিতি খাতুন (১৩) খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে পড়া লেখা করে। সে স্কুল যাওয়া আসার পথে বখাটে যুবক অমিত দীর্ঘ দিন পূর্ব হতে উত্যক্ত করাসহ জোর পূর্বক বিয়ের জন্য কু-প্রস্তাব দেয়। বাদির মেয়ে অমিতের কু-প্রস্তাবে রাজী না হলে অপহরণ করার হুমকী দেয়। বিষয়টি স্কুল পড়–য়া শিক্ষার্থী তার মাকে বিষয়টি জানালে বাদি আসামীকে নিষেধ করে। এতে অমিত ক্ষিপ্ত হয়ে বাদির মেয়েকে অপহরনের সুযোগ খুজতে থাকে। বাদির মেয়ে তার বাড়ি হতে গতকাল শুক্রবার ১ জুলাই সকালে ভ্যান যোগে মামার বাড়ি হুদার মোড়ে যাওয়ার সময় সকাল সোয়া ৬ টায় হুদার মোড় তিন রাস্তার মোড়ে ভ্যান থেকে নামার সাথে সাথে উক্ত আসামী অমিত বাদির মেয়েকে ফুসলিয়ে একটি নাম্বার বিহীন মোটর সাইকেল যোগে দ্রæত পশ্চিম দিকে পাকা রাস্তা দিয়ে মনোহর পুরের দিকে চলে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করার পর ইছালী পুলিশ ক্যাম্পের এসআই মোকাররম আলী দুপুর সোয়া ২ টায় সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে অমিতকে গ্রেফতার ও অপহৃতা রিতি খাতুনকে উদ্ধার করে। গ্রেফতারকৃত অমিতকে আদালতে সোপর্দ করে ও অপহৃতা স্কুল পড়–য়া শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি গ্রহনের প্রস্তুতি গ্রহন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত