Friday, April 26, 2024

যশোর-ঝিনাইদাহ মহাসড়কের কাজ শুরু আগেই টাকা হাতানোর পায়তারা

- Advertisement -

যশোর-ঝিনাইদহ মহাসড়ক ৬ লেন প্রকল্পের নির্মাণ কাজ শুরু না হতেই টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন জমির মালিকরা। এরই মধ্যে সড়কের দুপাশে অনেকেই তুলেছেন বহুতল ভবন। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের পাশাপাশি স্থাপনা বাবদ অতিরিক্ত টাকা নিতেই এ কৌশল। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগের ভিডিও সার্ভের ওপর ভিত্তি করে সুযোগসন্ধানীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত ৬ লেন নির্মাণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। উই কেয়ার ফেজ ওয়ান প্রকল্পের আওতায় যশোরের চাঁচড়া মোড় থেকে ঝিনাইদহের হামদহ পর্যন্ত ৪৮.৫ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে। বর্তমান ২৪ ফুটের সড়কটি ১২০ ফুট প্রশস্ত করা হবে। সম্প্রসারণে জমি অধিগ্রহণ হবে জানতে পেরে সড়কের দুই পাশের জমি মালিকরা ক্ষতিপূরণের টাকার পাশাপাশি স্থাপনা বাবদ অতিরিক্ত ক্ষতিপূরণ পেতে নিম্নমানের সামগ্রী দিয়ে শুরু করেছেন বহুতল ভবন নির্মাণের কাজ। ইতোমধ্যে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন। এসব ভবনের পাশাপাশি অনেকে তৈরি করছেন সেমিপাকা ও টিনশেড ঘর। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, কেউ অসৎ উদ্দেশ্যে স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। উই কেয়ার ফেজ ওয়ান প্রকল্পের ব্যবস্থাপক খ ম নকিবুল বারী বলেন, কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে বেশি ক্ষতিপূরণের আশায় কোনো স্থাপনা নির্মাণ করে, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের জয়েন্ট সার্ভে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ৪৮২ কোটি ৪ লাখ ৯৯ হাজার টাকা এবং বাকি টাকা ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক।

রাতদিন সংবাদ/ এ.এন-০১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত