Wednesday, April 24, 2024

বিভিন্ন কর্মসূচিতে মেহেরপুরে বিজয় দিবস উদযাপন

- Advertisement -

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালোবাসায় মেহেরপুরে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।ভোর ৬টা এক মিনিটে শহরের শহীদ সমাসুজ্জোহা পার্কে পুলিশের একটি দল তোপধ্বনি করে। পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম। বাংলাদেশ পুলিশ, মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।পরে সকাল সাড়ে আটটায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দেশের শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত