Sunday, December 15, 2024

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যশোরে নগর বিএনপির মানববন্ধন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে যশোর নগর বিএনপি আয়োজিত মানববন্ধনে দলের  কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারের মদদপুষ্ট প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন নামের ইন্সটিটিউটকে ধ্বংস করেছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের রাতের অন্ধকারে ভোট কাটার মধ্য দিয়ে নির্বাচনের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছে। পরবর্তীতে একের পর এক প্রহসনের নির্বাচন করেই চলেছে। যে কারণে তার পদত্যাগের দাবি গণদাবিতে পরিণত হয়েছে। সর্বশেষ তিনি বলেন, সাংবিধানিক পদে থেকে দুর্নীতিতে নিমজ্জিত প্রধান নির্বাচন কমিশনারের ওই পদে থাকার কোন যোগ্যতাই নেই। তিনি অবিলম্বে তার পদত্যাগের জোর দাবি জানান।
মানববন্ধনে নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুর পরিচানায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী প্রমুখ।

সৈয়দ আল আমিন আবিদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর