Saturday, December 14, 2024

জমকালো আয়োজনে রাতদিন নিউজ পরিবারের ‘গেট টুগেদার’ মিলন মেলায় পরিণত

যশোরের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল রাতদিন নিউজ পরিবারের সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী যশোর শহরের রেলরোডের গ্রান্ড দরবার পার্টি সেন্টারে এ জমকালো আয়োজন করে রাতদিন নিউজ কর্তৃপক্ষ। সদস্যদের অংশগ্রহনে গেট টুগেদার আয়োজন মিলন মেলায় পরিণত হয়।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে রাতদিন নিউজের নড়াইল জেলা প্রতিনিধি ও লোহাগড়া উপজেলা প্রতিনিধি হাজির হন যশোর কার্যালয়ে। এর কিছুসময় পর মাগুরা জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা অফিসে হাজির হন। সেখানে চলে চায়ের আড্ডা । এরপর রাতদিন নিউজ পরিবারের সকল সদস্যরা বহর নিয়ে গ্রান্ড দরবারে উপস্থিত হন। বেলা ১২ টা থেকে শুরু হয় প্রথমঅর্ধের আলোচনা। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের  সাবেক সভাপতি ও নড়াইল জেলা প্রতিনিধি প্রয়াত সৈয়দ নাইমুর রহমান ফিরোজের স্মৃতি চারণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা। নতুন বছরে নতুন উদ্যোমে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হন রাতদিন নিউজের সদস্যরা। দুপুর ২টায় শুরু হয় খানাপিনার আয়োজন। খাওয়াদাওয়া শেষে আধাঘন্টা নামাজের বিরতির পর  চলে ফটোসেশস। কেউ সেলফি তুলতে আবার কেউ কেউ গ্রুপ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মনোরোম পরিবেশে কেউ কেউ মোবাইলে ভিডিও করে স্মৃতিময় মূহুর্তটিকে স্মৃতিবন্দি করে রাখেন। ঠিক চারটায় শুরু হয় প্রতিনিধি ফোরামের নির্বাহী কমিটির সভা । সভায় সকল প্রতিনিধিদের সর্বসন্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙ্গে আগামি একবছর মেয়াদি নতুন কমিটি ঘোষনা করা হয়। আগামি একবছরের জন্য নড়াইল জেলা প্রতিনিধি হাফিজুর নিলুকে ফোরামের সভাপতি ও অভয়নগরের বিশেষ প্রতিনিধি রিপানুর ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া এ কমিটির সহ-সভাপতি হয়েছেন লোহাগড়া প্রতিনিধি মাহফুজুর রহমান মন্নু, বাঘারপাড়া প্রতিনিধি আজম খান, বাগেরহাট প্রতিনিধি শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি শ্যামল দত্ত, যুগ্ম সম্পাদক কেশবপুর উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি মাসুদুর রহমান, ঝিকরগাছা প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক করা হয় শার্শা প্রতিনিধি ইকরামুল ইসলামকে। একই সাথে এ অনুষ্ঠানে রাতদিন নিউজের বসুন্দিয়া প্রতিনিধি অমল কৃষ্ণ পালিতকে সাব এডিটর হিসেবে পদন্নতি দেয়া হয়। বিকেল পাঁচটায় গেট টুগেদারের এ আয়োজন শেষ হয়।

অনুষ্ঠানে রাতদিন নিউজের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা অংশ নেন। তারা হলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহম্মেদ, প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ ও গ্রামেরকাগজের অনলাইন এডিটর জাহিদ আহম্মেদ লিটন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং গ্রামেরকাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও দৈনিক স্পন্দনের চীফ রিপোর্টার আশরাফুল আজাদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের আহ্বায়ক ও ডিবিসির জেলা প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি তহিদ মনি এবং বিশিষ্ঠ ব্যবসায়ী কামাল হোসেন।

অনুষ্ঠানে অংশ নেন রাতদিন নিউজের বিশেষ লেখিকা ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ ও রাতদিন নিউজের বিশেষ প্রতিবেদক দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাতদিন নিউজের সহযোগী সম্পাদক সুমাইয়া রহমান, সাব এডিটর রিকি খান, যুগ্ম বার্তা সম্পাদক এহসান জামিল, স্টাফ রিপোর্টার ফারজানা আমিন, সোহাগ রুবেল সর্বকনিষ্ঠ সদস্য সাফিন মুবিনসহ অন্যান্যরা। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর