মোঃশিপন রানা, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে স্বামী কামরুল ইসলাম নিজেও আত্মহত্যা করেছে।
শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। নিহতদের পরিবার জানায়, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য তারা শশুরবাড়ীতে থাকতেন। ঘটনার রাতে ঘরে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাদের মরদেহ দেখতে পেয়ে বাড়ীর লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত রত্না উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং কামরুল ইসলাম উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
রাতদিন সংবাদ/ এহসান জামিল-১৪